টিম হোটেলে অবস্থানরত হামজারা একসঙ্গে ঈদের নামাজ পড়লেন

ছবি: বাফুফে

আজ শনিবার পবিত্র ঈদুল আজহার নামাজ একসঙ্গে আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

রাজধানীর শাহবাগে অবস্থিত চাঁদ মসজিদে সাদা পাঞ্জাবি গায়ে হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেনসহ অন্যান্য ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা একসঙ্গে ঈদের জামাতে অংশ নিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাদের মসজিদে প্রবেশ, পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ভক্ত-সমর্থকদের সঙ্গে ছবি তোলার দৃশ্য দেখা গেছে।

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেটা সামনে রেখে ক্যাম্প চলমান রয়েছে জাতীয় দলের। তারা অবস্থান করছেন শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, খেলোয়াড়দের আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, যাতে তারা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন।

তবে ঈদের দিন হলেও অনুশীলন বন্ধ থাকছে না জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলের। আজ বিকেল ৫টায় কোচ হাভিয়ের কাবরেরার অধীনে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামতে হবে তাদের।

Comments

The Daily Star  | English

Judicial inquiry ordered into attack on Nur

No force can prevent the national election, scheduled for early February, says CA's press secretary

3h ago