পশুর বর্জ্য অপসারণে ৪ হাজার কর্মী, বেশিরভাগ কাজ শেষ: চসিক

চসিক

চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য অপসারণে আজ শনিবার ঈদের দিন সকাল থেকে কাজ করতে দেখা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মীদের।

চসিক কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে চট্টগ্রাম শহরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ৪ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা জানিয়েছেন, ইতোমধ্যে বেশিরভাগ পশু বর্জ্য অপসারিত হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে বাকিটাও হয়ে যাবে।

বর্জ্য অপসারণের পর চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ব্লিচিং পাউডার স্প্রে করতে দেখা গেছে। তারা ১৮০টি ড্রাম ট্রাক দিয়ে বর্জ্য অপসারণ করছেন।

তবে নূর আহনেদ রোডের আসকার দীঘির পাড়াসহ কিছু এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, কর্মীরা বর্জ্য অপসারণের পর ব্লিচিং পাউডার স্প্রে করছেন না। তারা বলেছেন যে ব্লিচিং পাউডার স্প্রে না করার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি চসিক মেয়র শাহাদাত হোসেন ঘোষণা দেন, চট্টগ্রাম শহরের কিছু এলাকায় ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। এটি বাস্তবায়নের জন্য শনিবার সকাল থেকে ৪১টি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ শুরু করেন।

চসিক কর্মকর্তা প্রণব শর্মা বলেন, মেয়র আজ কাজ তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি শহরের বিভিন্ন রাস্তা এবং অলিগলি ঘুরে দেখেন।

কিছু এলাকায় ব্লিচিং পাউডার স্প্রে না করার অভিযোগের বিষয়ে প্রণব শর্মা বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

Comments

The Daily Star  | English

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

15m ago