নারী বিশ্বকাপের সূচি

বেঙ্গালুরুতে ভারত, কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

Bangladesh women cricket Team
ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে পাকিস্তানের ম্যাচ আগের কথামতই আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াইটি হবে ৫ অক্টোবর। বাংলাদেশ দল ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু ও কলম্বোয়। 

সোমবার নারী ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।  বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রাখা হয়েছে পাকিস্তানের সব ম্যাচ।

২৬ অক্টোবর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ২ অক্টোবর কলম্বোতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১ অক্টোবর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, এরপর ৮ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে।

২২ অক্টোবর ইন্দোরে লড়বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের আয়োজক ভারত হলেও হাইব্রিড মডেলে পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

বাংলাদেশ ২ অক্টোবর অভিযান শুরুর পর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর বিশাখাপত্তনমের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। ২০ অক্টোবর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

টুর্নামেন্টে ২৮টি লিগ ম্যাচ এবং তারপর তিনটি নকআউট খেলা হবে। ম্যাচগুলির ভেন্যু বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বো।

২৯ অক্টোবর প্রথম সেমিফাইনালটি গুয়াহাটি বা কলম্বোতে – (পাকিস্তানের অগ্রগতির উপর নির্ভর করে)

দ্বিতীয় সেমিফাইনালটি ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে হবে। ফাইনাল, ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে না উঠলে খেলা হবে বেঙ্গালুরুতে। তারা উঠলে ম্যাচ হবে কলম্বোতে।

২০১৩ সালের পর এই প্রথম ভারত নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করছে। ২০২৫ সালের টুর্নামেন্টের বিন্যাস ২০২২ সালের মতোই হবে, যেখানে আটটি দল রাউন্ড-রবিন ফরম্যাটে একে অপরের সাথে খেলবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে।

আয়োজক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সরাসরি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বে পাকিস্তান ও বাংলাদেশ শেষ দুটি স্থান দখল করেছে।

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ সময়সূচী:

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা – বেঙ্গালুরু – বিকেল ৩টা
বুধবার ১ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড – ইন্দোর – বিকেল ৩টা
বৃহস্পতিবার ২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান – কলম্বো – বিকেল ৩টা
শুক্রবার ৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা – বেঙ্গালুরু – বিকেল ৩টা
শনিবার ৪ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা – কলম্বো – বিকেল ৩টা
রবিবার ৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান – কলম্বো – বিকেল ৩টা
সোমবার ৬ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা – ইন্দোর – বিকেল ৩টা
মঙ্গলবার ৭ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ – গুয়াহাটি – বিকেল ৩টা
বুধবার ৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান – কলম্বো – বিকেল ৩টা
বৃহস্পতিবার ৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – বিশাখাপত্তনম – বিকেল ৩টা
শুক্রবার ১০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ – বিশাখাপত্তনম – বিকেল ৩টা
শনিবার ১১ অক্টোবর: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা – গুয়াহাটি – বিকেল ৩টা
রবিবার ১২ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া – বিশাখাপত্তনম – বিকেল ৩টা
সোমবার ১৩ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ – বিশাখাপত্তনম – বিকেল ৩টা
মঙ্গলবার ১৪ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা – কলম্বো – বিকেল ৩টা
বুধবার ১৫ অক্টোবর: ইংল্যান্ড বনাম পাকিস্তান – কলম্বো – বিকেল ৩টা
বৃহস্পতিবার ১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – বিশাখাপত্তনম – বিকেল ৩টা
শুক্রবার ১৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা – কলম্বো – বিকেল ৩টা
শনিবার ১৮ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান – কলম্বো – বিকেল ৩টা
রবিবার ১৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড – ইন্দোর – বিকেল ৩টা
সোমবার ২০ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ – কলম্বো – বিকেল ৩টা
মঙ্গলবার ২১ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান – কলম্বো – বিকেল ৩টা
বুধবার ২২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – ইন্দোর – বিকেল ৩টা
বৃহস্পতিবার ২৩ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড – গুয়াহাটি – বিকেল ৩টা
শুক্রবার ২৪ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – কলম্বো – বিকেল ৩টা
শনিবার ২৫ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা – ইন্দোর – বিকেল ৩টা
রবিবার ২৬ অক্টোবর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড – গুয়াহাটি – সকাল ১১টা
রবিবার ২৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ – বেঙ্গালুরু – বিকেল ৩টা

বুধবার ২৯ অক্টোবর: সেমিফাইনাল ১ – গুয়াহাটি/কলম্বো – বিকেল ৩টা
বৃহস্পতিবার ৩০ অক্টোবর: সেমিফাইনাল ২ – বেঙ্গালুরু – বিকেল ৩টা

রবিবার ২ নভেম্বর: ফাইনাল – কলম্বো/বেঙ্গালুরু – বিকেল ৩টা

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

14m ago