ইসরায়েল ও পশ্চিমাদের আতঙ্ক ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা, কী আছে সেখানে?

ফোরদো—ইরানের গোপন এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। প্রাচীন কোম প্রদেশে এক পাহাড়ের গভীরে থাকা এই স্থাপনা এখন ইসরায়েলের অন্যতম প্রধান ও জটিল লক্ষ্যবস্তু।

ইসরায়েল গত ১৪ জুন সেখানে হামলা করেও তেমন ক্ষতি করতে পারেনি। কেন এই পারমাণবিক স্থাপনা নিয়ে ইসরায়েলের এত আগ্রহ? পর্বতের নিচে এই স্থাপনা ইসরায়েল কি ধ্বংস করতে পারবে? এ নিয়ে আজকের স্টার এক্সপ্লেইন্স।

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by the Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

48m ago