সংঘাত বন্ধে খামেনিকে হত্যার পরামর্শ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে দুই চিরশত্রুর মধ্যে 'সংঘাতের অবসান ঘটবে'।

সোমবার এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, ইরান ও ইসরায়েলের সংঘাত তীব্র করবে এমন উদ্বেগে সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তিনি বলেন, 'এটি সংঘাত বাড়াবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে।'

'ইরান চায় চিরন্তন যুদ্ধ এবং তারা আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। প্রকৃতপক্ষে ইসরায়েল যা করছে তা হলো প্রতিরোধ,' বলেন নেতানিয়াহু।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

2h ago