সাদমান-শান্তর ফিফটিতে দুইশর কাছে বাংলাদেশের লিড

ছবি: এএফপি

দুর্দান্ত বোলিংয়ে অফ স্পিনার নাঈম হাসান ৫ উইকেট নেওয়ায় হতাশা পেরিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এরপর ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লিড দুইশর কাছাকাছি নিয়ে গেল তারা।

শুক্রবার গল টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড বেড়ে হয়েছে ১৮৭ রান। শান্ত ক্রিজে আছেন ১১৩ বলে ৬ চারে ৫৬ রানে। অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলছেন ২ চারে ৪৩ বলে ২২ রানে। তাদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির রান ৭৭ বলে ৪৯।

সাদমান আউট হন ৭৬ রানের ইনিংস খেলে। ১২৬ বল মোকাবিলায় ৭ চার মারেন তিনি। তবে আবার ব্যর্থ হন ওপেনিং জুটিতে তার সঙ্গী এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ব্যাটার এবার করেন ২০ বলে ৪ রান। তিনে নামা মুমিনুল হক দুই অঙ্কে গিয়ে কাটা পড়েন। ৪০ বলে ১ ছয়ে ১৪ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে দ্বিতীয় সেশনে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয় ৪৮৫ রানে। ফলে বাংলাদেশের মেলে ১০ রানের লিড। আগের দিনের ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে খেলতে নেমেছিল লঙ্কানরা। ক্যারিয়ারে প্রথমবার বিদেশের মাটিতে বোলিংয়ের সুযোগ পেয়ে নাঈম কাড়েন আলো। ১২১ রানে ৫ উইকেট নেন তিনি।

আগামীকাল ম্যাচের পঞ্চম ও শেষদিন। জিততে হলে শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামিয়ে অলআউট করতে হবে বাংলাদেশের। তার আগে ছুঁড়ে দিতে হবে চ্যালেঞ্জিং লক্ষ্য। সেই পথেই এগোচ্ছে বাংলাদেশ দল। তবে ম্যাচের বর্তমান পরিস্থিতি অনুসারে সম্ভাব্য তিনটি ফলের যে কোনোটিই হতে পারে।

বাংলাদেশ চা বিরতিতে যায় ২ উইকেটে ৬৫ রান নিয়ে। তখন সাদমান ৪৪ ও শান্ত ২ রানে খেলছিলেন। বিরতি থেকে ফিরে বাঁহাতি সাদমান ফিফটি স্পর্শ করেন ৭০ বলে। তার সঙ্গে শান্তর জুটির রান পঞ্চাশ ছাড়ায় ৯৫ বলে।

সাদমানের দায়িত্বশীল ইনিংস থামে পেসার মিলন রত্নায়েকের বলে। ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। আম্পায়ার এলবিডব্লিউয়ের জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ না নিয়ে সাজঘরে ফেরেন। ১২৮ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে সফরকারীদের।

এরপর মুশফিকের সঙ্গে শান্তর জুটি জমে যায়। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শান্ত এই ইনিংসেও পান ফিফটি। ব্যক্তিগত মাইলফলকে যেতে তার লাগে ১০৬ বল। স্পিনার থারিন্দু রত্নায়েকের বলে চার মেরে হাফসেঞ্চুরিতে পৌঁছান তিনি। শেষবেলায় লঙ্কান বোলাররা পারেননি কোনো সাফল্য আদায় করতে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago