কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কাতার।

আজ সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা হয়ে চলাচল করা সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে।

এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, কাতারের বিমানচালন অঞ্চল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে।

যারা দোহা রুটে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ভ্রমণের সময়সূচি পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতিদিন ঢাকা-দোহা-ঢাকা রুটে গড়ে প্রায় এক হাজার ৩০০ জন যাত্রী যাতায়াত করেন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago