কৃষ্ণচূড়া-সোনালু-জারুলে সেজে উঠবে স্কুল

ছবি: স্টার

রঙিন ফুল ভরে উঠবে স্কুলের প্রাঙ্গণ। টাঙ্গাইলের প্রাথমিক বিদ্যালয়গুলোর সৌন্দর্য বৃদ্ধি এবং শিশুদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইল জেলার ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে রোপণ করা হয়েছে কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল—এই তিন ফুলের গাছের চারা।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন।     

এসময় জেলা প্রশাসক বলেন, 'শিশুদের সর্বোচ্চ বিকাশ ঘটে যখন তারা সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। সেই লক্ষ্যে টাঙ্গাইল জেলার প্রতিটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে একযোগে তিনটি দেশীয় ফুলের গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'কেবল ফুল-পাতা নয় এই গাছগুলোকে ঘিরে আরও প্রাণের সমাগম ঘটবে। পাখি, মৌমাছি, প্রজাপতি, ফড়িং আসবে। এই সবকিছু শিশুদের তাদের স্বপ্ন ও কল্পনার জগতকে সমৃদ্ধ করবে, তাদেরকে পরিবেশের প্রতি সংবেদনশীল করবে এবং তাদেরকে পরিবেশ সচেতন মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়তা করবে। সেই উদ্দেশ্যেই আজকের এই আয়োজন।'

জানা যায়, জেলা প্রশাসনের এই উদ্যোগে গাছের চারা দিয়ে সহায়তা করেছে জেলা বন বিভাগ। এ প্রসঙ্গে জেলার সহকারী বন সংরক্ষক সালেহ উদ্দিন বলেন, রোপনকৃত গাছগুলো বেড়ে উঠতে পারলে আগামী ৫-৬ বছরের মধ্যে ফুলে ফুলে ছেয়ে যাবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, গরু-ছাগলের হাত থেকে রোপনকৃত চারাগুলোকে রক্ষার্থে চারপাশে ফেনসিং করে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চারাগুলোর যত্ন নেবে যাতে সেগুলো বেড়ে উঠতে পারে। 

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago