ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাককে বাসের ধাক্কা, নিহত ৪

দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশ দুমড়ে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সোয়া তিনটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস মুন্সিগঞ্জের শ্রীনগরের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ঢাকামুখী লেনে একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজকের রেলিংয়ে ধাক্কা দেয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজন মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার জালাল উদ্দিন, জিল্লুর রহমান, আবদুল হালিম এবং বাসের হেলপার হাসিব।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, 'আহত আরও পাঁচজন এখানে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।'

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

Comments

The Daily Star  | English

National charter to be finalised by end of this month: Ali Riaz

Says agreement reached on many issues, hopes for resolution on caretaker system in days

21m ago