কোনাবাড়ীতে পিটিয়ে শ্রমিক হত্যা: গ্রেপ্তার আরও ১

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় হৃদয় (১৯) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আরও একজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৩০) গ্রিনল্যান্ড লিমিটেডের কর্মচারী এবং গতকাল সোমবার রাতে কোনাবাড়ীর সেলিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ নিয়ে হৃদয় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হলো।'
ওসি বলেন, 'ঘটনার সময় ডিউটি রোস্টারে শফিকুল ইসলামের নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তথ্য পাওয়া যাবে—এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'
হৃদয় হত্যার ঘটনায় তার বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় শনিবার রাতে মামলা করেন। তবে মামলায় জড়িত কারো নাম উল্লেখ করা হয়নি।
ওই মামলায় রোববার হাসান মাহমুদ মিঠুন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments