প্রমোশনাল কনটেন্ট

বিদেশে উচ্চশিক্ষার সব পরামর্শ নিয়ে ‘আইডিপি স্টাডি ওয়ার্ল্ড রোডশো’, যেভাবে যাবেন

বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে দেশের শিক্ষার্থীদের। উন্নত শিক্ষা, আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ ও স্কলারশিপ সুবিধা—এসব বিষয়কে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন।

তবে প্রয়োজনীয় তথ্যের অভাব ও বিভিন্ন প্রতারক প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক প্রশ্ন ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ছে, যেখানে সহযোগিতার নামে অর্থ দাবি করা হয়। অথচ, সঠিক দিকনির্দেশনা মিলছে না।

এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান আইডিপি আয়োজন করতে যাচ্ছে 'আইডিপি স্টাডি ওয়ার্ল্ড রোডশো ২০২৫' নামে একটি আন্তর্জাতিক শিক্ষামেলা।

শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোডশোর সময় ও স্থান

৪ জুলাই ২০২৪—বৃহস্পতিবার

সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

শেরাটন ঢাকা, বনানী

বলরুম, লেভেল ১২

রেজিস্ট্রেশন: https://bit.ly/44pRtg5

৫ জুলাই ২০২৪—শুক্রবার

সময়: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা

হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা

রেজিস্ট্রেশন: https://bit.ly/3G5VeiK

এই রোডশোতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের ১১০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করবে।

এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন, যা তাদের নিজ নিজ প্রোফাইল অনুযায়ী সেরা কোর্স ও প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

আলোচনার মূল বিষয়গুলো

  • বিশ্ববিদ্যালয়ভিত্তিক কোর্স ও ভর্তির যোগ্যতা
  • স্কলারশিপের সুযোগ ও আবেদন পদ্ধতি
  • আবেদন ফি মওকুফ ও আবাসনের সুবিধা
  • ক্রেডিট ট্রান্সফার সংক্রান্ত নির্দেশনা
  • ভিসা আবেদন ও প্রস্তুতির কৌশল

রেজিস্ট্রেশন

এই ইভেন্টে অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে। আগাম রেজিস্ট্রেশনকারীরা পাবেন 'ফাস্ট লেন অ্যাক্সেস' সুবিধা, যার মাধ্যমে তারা অগ্রাধিকার ভিত্তিতে পরামর্শ সেবা নিতে পারবেন।

পরামর্শসেবা বিনামূল্যে

আইডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, রোডশোতে অংশগ্রহণকারীদের জন্য কোর্স নির্বাচন, আবেদন থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া পর্যন্ত সব ধরনের পরামর্শসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

2h ago