কাল দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

হলিউড সিনেমা

হলিউডের সিনেমা ভক্তদের জন্য আরও দুই আলোচিত সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামীকাল ৪ জুলাই সিনেমা দুটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

এর মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা 'জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ'। ইউনিভার্সেল পিকচার্সের এই সিনেমার অন্যতম আকর্ষণ স্কারলেট জোহানসন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় এই তারকাকে ঘিরে এরইমধ্যে দর্শকদের ব্যাপক কৌতূহল দেখা গেছে। বক্স অফিসে সিনেমাটি দুর্দান্ত সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গত ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া হরর সিনেমা '২৮ ইয়ারস লেটার' প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয় করেছে। এ সিনেমাটিও সাফল্যের দৌড়ে অনেক দূর যাওয়ার আভাস দিচ্ছে।

হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি 'জুরাসিক ওয়ার্ল্ড'। ১৯৯৩ সালে 'জুরাসিক পার্ক' মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সবগুলোই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন সিনেমা 'জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ'। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন'র একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি।

অন্যদিকে, চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো '২৮ ডেজ লেটার' সিরিজের নতুন ছবি '২৮ ইয়ারস লেটার' । গত ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। সিনেমাটি নির্মাতা  অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। অ্যালফি উইলিয়ামস ছবির মূল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। এ ছাড়া সিনেমাতে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং 'হ্যারি পটার' সিরিজের 'লর্ড ভলডেমর্ট' রাফ ফাইনস।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago