মিরপুরে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকার একটি বাসায় চাঁদাবাজির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

আজ সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোররাত আনুমানিক ৩টার দিকে পশ্চিম মনিপুরের 'প্রতীক ভিলা' থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১০টার দিকে ওই চারজন প্রতীক ভিলায় ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলেন। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জন ছিলেন।

ওই বাসার সদস্যদের 'আওয়ামী ফ্যাসিস্ট' বলে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং পাঁচ লাখ টাকা আদায় করেন। ঘটনা চলাকালে রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। সে সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়, জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago