এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

ঢাকায় গাবতলী গরুর হাটে গত ২ জুন এক নারীর গায়ে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামি হলেন তার পিএস মো. ফয়সাল।
আজ মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা রাশিদা আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলমের আদালতে এই মামলা করেন।
আদালত ওই নারীর জবানবন্দি রেকর্ড করে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। একইসঙ্গে আগামী ৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২ জুন বিকেল ৫টার দিকে রাশিদা গাবতলী গরুর হাটে গিয়ে জানতে পারেন, ডিপজল সেখানে তার অফিসে আছেন। তিনি সেখানে গিয়ে ডিপজলের সঙ্গে দেখা করতে চান। কিন্তু ডিপজল তাকে দেখে ক্ষিপ্ত হন এবং তার সহযোগীদের বের করে দিতে বলেন।
এজাহারে বলা হয়, এরপর ডিপজলের সহযোগীরা তাকে মারধর করে এবং তার শরীরে এসিড নিক্ষেপ করে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর তিনি দারুসসালাম থানায় মামলা করতে যান, কিন্তু পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
২০১৭ সালে ডিপজল চারটি মামলায় দণ্ডিত হন। এর মধ্যে দুটি অস্ত্র আইনে, একটি দুর্নীতি দমন কমিশনের এবং একটি জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলা ছিল। এসব মামলায় তার ৪৫ বছরের কারাদণ্ড হয় এবং পরে তিনি গ্রেপ্তার হন।
Comments