বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজের প্রস্তাব পেল ভারত

অগাস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো ভারতীয় দলের। তবে সূচি প্রকাশ হওয়ার পরও সিরিজটি আর আপাতত হচ্ছে না। এক বছরের বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া হয়েছে তা। এই সময়টা ফাঁকা থাকায় তখন ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)'র কাছে অগাস্ট মাসে একটি সংক্ষিপ্ত সাদা বলের সিরিজ আয়োজনের অনুরোধ জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। তবে যদি এই সিরিজ হয়, তাহলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মাঠে ফেরা দেখা যেতে পারে। এই দুই তারকা বর্তমানে তিনটি ফরম্যাটের মধ্যে এখনো শুধুমাত্র ওয়ানডে খেলছেন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে মঙ্গলবার একটি সূত্র জানিয়েছে, 'এসএলসি-র একটি অনুরোধ জমা পড়েছে, কিন্তু আমরা এখনও এটি নিয়ে সিদ্ধান্ত নিইনি। আমাদের এশিয়া কাপের পরিস্থিতি দেখতে হবে। সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত।' এর মানে এই নয় যে এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা সিরিজ দুটৈ হতে পারে না। তবে বিসিসিআই স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও কোচদের সঙ্গে পরামর্শ করার পরেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে।

বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া এই সপ্তাহে লর্ডস টেস্টের জন্য লন্ডনে থাকবেন এবং ম্যাচ চলাকালীন বা পরে খেলোয়াড়, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে আলোচনা করবেন। এই আলোচনার পর বিসিসিআই এসএলসি-র অনুরোধের জবাব দেবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেটের দুই বড় তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যারা  টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বিসিসিআই যদি এসএলসি-র অনুরোধ অনুমোদন করে, তাহলে তারা ওয়ানডেতে খেলবেন বলে আশা করা হচ্ছে।

ভারত মূলত ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু উভয় বোর্ড আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং সময়সূচীর সুবিধার কারণ দেখিয়ে সিরিজটি পরের বছর পর্যন্ত স্থগিত করেছে।

এদিকে এশিয়া কাপ হবে কি হবে না তা নিয়ে ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানিয়েছে ক্রিকবাজ।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago