মব জাস্টিস বরদাশত করে না সরকার: রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না।

আজ শনিবার সকালে ঢাকার সাভারে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত 'বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভস' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। সেটি হচ্ছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যেই ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাসে আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি, সেখানেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।'

নদী ও খাল সংস্কার এবং পুনরুদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'আমাদের সময়টা তো অল্প। এই অল্প সময়ে আমরা ঢাকা শহরে ২০টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলোর জন্য আমরা অর্থও জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটার হয়তো কাজ শুরু হয়ে যাবে এবং আশা করি বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে।'

তিনি বলেন, 'বাকি জায়গায় যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি। আমি এখানে (সাভারে) একটা খাল আমাদের প্রাধিকার তালিকায় নিয়েছি, কর্ণপাড়া খালটা। একটা প্রক্রিয়ার বিষয় আছে তো, সবখানে সব খাল দখলমুক্ত, দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারব না। কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কীভাবে শুরু করলে টেকসই করা যায়, সেই কাজটা আমরা ঢাকা দিয়ে শুরু করেছি।'

'এরকমভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারে একটা খালের কথা বললাম—এগুলোর কাজ আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ আমরা শুরু করে দিয়ে যাব', যোগ করেন তিনি।

ঢাকার চারপাশে অবস্থিত অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা এবং প্রক্রিয়া চলমান থাকলেও, গত আড়াই বছরে দুই শতাধিক ইটভাটাকে জেলা প্রশাসন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেওয়া হয়েছে—সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা হাসান বলেন, 'যেগুলো অবৈধ ইটভাটা সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার, তার অনেক বাইরে গিয়ে করেছি।'

'আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলোর তালিকায় দেখা যাচ্ছে—বেশিরভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে জুন, জুলাই, আগস্টে। হাতেগোনা ৬ থেকে ৮টি ভাটার মেয়াদ থাকবে ফেব্রুয়ারি, জানুয়ারি বা ডিসেম্বর পর্যন্ত। যেটির মেয়াদ শেষ হয়ে যাবে জুলাই-আগস্টে, সেগুলোর বৈধতা আর থাকছে না যদি আমরা রিনিউ না করি। আমি আর সুযোগও দেখছি না রিনিউ করার। আর বাকি যেগুলো আছে, ৬ বা ৮টা—সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে', যোগ করেন রিজওয়ানা হাসান।

উপদেষ্টা এ সময় ট্যানারির দূষণ প্রসঙ্গে বলেন, 'এটা অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে। শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে—নানান সংস্থার নানান রকম কূটকৌশল এবং অদক্ষতার কারণে এই সিইটিপি কখনো কার্যকর করা হয়নি। সেজন্য এই সিইটিপিটা বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে এনে নতুন করে সিইটিপি করা ছাড়া আর কোনো গতান্তর নেই। বিষয়টি শিল্প মন্ত্রণালয় আপনাদের ভালো ব্যাখ্যা দিতে পারবে।'

তিনি বলেন, 'আমার পক্ষ থেকে যেটি আমি করতে পারি, সেটি আমি করেছি। সেটি হলো—এই যে কঠিন বর্জ্যগুলো, এই কঠিন বর্জ্যগুলো ব্যবস্থাপনার জন্য ফ্লোরিং করে আবদ্ধ করে যেন রাখা যায় এবং সেখান থেকে ব্যবস্থাপনা করা যায়। এইটুকু আর্থিক সহায়তা আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি।'

ঢাকা জেলা প্রশাসনের কর্মসূচির আওতায় 'সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার' স্লোগানকে সামনে রেখে আজ এক দিনে সাভারের বিভিন্ন ইউনিয়নে এক লাখ বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Gunfire and explosions were heard late Friday night from villages across the border in Myanmar opposite Whykong union in Teknaf upazila of Cox’s Bazar. Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

2h ago