সিরাজকে বোল্ড করা বশিরের বদলির নাম জানাল ইংল্যান্ড

ছবি: সম্পাদিত

রোমাঞ্চ ছড়ানো লর্ডস টেস্টে মোহাম্মদ সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে জয় পাইয়ে দেওয়া শোয়েব বশির ছিটকে গেছেন। ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজে এই অফ স্পিনারকে আর পাবে না স্বাগতিক দল। তার বদলি হিসেবে বাঁহাতি স্পিনার লিয়াম ডসনকে স্কোয়াডে ডেকেছে তারা।

আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের চতুর্থ টেস্ট। সেজন্য ৩৫ বছর বয়সী ডসনকে দলে টেনেছে ইংলিশরা। জাতীয় দলের জার্সিতে তিনি এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৪২.৫৭ গড়ে নিয়েছেন ৭ উইকেট। তবে শেষবার তাকে টেস্ট খেলতে দেখা গিয়েছিল আট বছর আগে, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

গতকাল সোমবার লর্ডসে তৃতীয় টেস্টের শেষদিনে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। ফিল্ডিংয়ে আঘাত পেয়ে ভেঙে যাওয়া আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে বোলিং করেও বাজিমাত করেন বশির। তার বাড়তি লাফানো বল সফট হ্যান্ডে মাঝ ব্যাটে ডিফেন্স করেছিলেন সিরাজ। কিন্তু বল মাটিতে পড়ে ব্যাকস্পিন করে ফেলে দেয় একটি বেল। নাটকীয়ভাবে ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। ২১ বছর বয়সী বশিরকে নিয়ে উল্লাসে মাতে স্বাগতিকরা।

চোট সত্ত্বেও দলের প্রয়োজনে বল হাতে নেওয়া বশির যে পরের টেস্টে খেলতে পারবেন না, সেই আভাস আগেই মিলেছিল। কিন্তু ম্যাচশেষে আরও বড় দুঃসংবাদ পেয়েছেন তিনি। সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যাওয়া বশিরকে যেতে হবে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে। তার বাম হাতের কনিষ্ঠায় চলতি সপ্তাহের শেষদিকে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

লর্ডস টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস চলাকালীন ৭৮তম ওভারে চোট পান বশির। রবীন্দ্র জাদেজার তোলা ক্যাচ ধরতে গিয়ে আঙুল ভেঙে ফেলেন তিনি। এরপর তিনি মাঠ ছাড়েন এবং ওই ইনিংসের বাকি অংশে আর ফেরেননি। তবে দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে ম্যাচের শেষ সেশনে আবার বল হাতে নেন। ভারতের দ্বিতীয় ইনিংসের শেষ উইকেট তুলে নিয়ে স্মরণীয় জয় পাইয়ে দেন ইংল্যান্ডকে।

বশিরের বদলি হওয়ার দৌড়ে ছিলেন আরেক বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। তবে শেষমেশ ডসনকেই বেছে নিয়েছে ইংল্যান্ড। দলটির নির্বাচক লুক রাইট বলেছেন, 'সে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অসাধারণ ফর্মে আছে এবং হ্যাম্পশায়ারের হয়ে ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়ে আসছে।'

Comments

The Daily Star  | English

Admin officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago