আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিতে যাচ্ছেন রাসেল 

andre russell
ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চলেছেন। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দুই ম্যাচ খেলেই ওয়েস্ট ইন্ডিজ দলকে বিদায় জানাবেন তিনি।

রবিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩৭ বছর বয়সী রাসেলকে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম দুটি ম্যাচই হবে আন্তর্জাতিক ক্রিকেটে রাসেলের শেষ ম্যাচ। সাবিনা পার্ক রাসেলের ঘরের মাঠ।

রাসেল ২০১৯ সাল থেকে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবেই খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেটাও আর দেখা যাবে না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলা  রাসেল বিদায় বলে দিচ্ছেন  ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত মাস আগেই।

নিকোলাস পুরানের পর রাসেল দ্বিতীয় হাই-প্রোফাইল ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় হিসেবে দুই মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন।

২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে, তখন রাসেল সেই দলের সদস্য ছিলেন। ২০১৬ সালের ফাইনালে কলকাতায় তিনি নতুন বলে দ্বিতীয় ওভারেই অ্যালেক্স হেলসকে আউট করেছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১৭ বছর বয়সী জুয়েল অ্যান্ড্রু এবং ২৩ বছর বয়সী জেডিয়া ব্লেডস ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন।

গত বছর ক্যারিবিয়ান লিগে ১৭ বছর ২৬৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় হিসেবে ফিফটি করেছিলেন। অ্যান্ড্রু বর্তমানে গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।

ব্লেডস এখনো সিপিএল খেলেননি, তবে সম্প্রতি এই অঞ্চল থেকে উদীয়মান প্রতিভা চিহ্নিত করার জন্য অনুষ্ঠিত উদ্বোধনী ওয়েস্ট ইন্ডিজ ব্রেকআউট লিগে নতুন বলে দারুণ পারফর্ম করেছেন। শাই হোপ দলের নেতৃত্ব চালিয়ে যাবেন, দলে রয়েছেন রভম্যান পাওয়েলও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়া ব্লেডস, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

38m ago