ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬১

কুত শহরের শপিং মলে অগ্নিকান্ডে ৬১ জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত
কুত শহরের শপিং মলে অগ্নিকান্ডে ৬১ জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত

ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরের শপিং মলে রাতভর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, '৬১ জন নিরপরাধ নাগরিকের জীবন কেড়ে নিয়েছে এই মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা। মৃতদের বেশিরভাগই ধোঁয়ায় দম আটকে মারা গেছেন। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ এতোটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না'।

এর আগে সরকারি সংবাদসংস্থা আইএনএকে ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মেদ আল-মিয়াহি ৫০ জন হতাহতের তথ্য জানিয়েছিলেন।

বুধবার রাতে হাইপার মলটিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। 

মিয়াহি জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি।

তবে দুর্ঘটনা থেকে ফিরে আসা এক ব্যক্তি এএফপিকে জানান, একটি এসি বিস্ফোরিত হয়েছে।

কুত শহর বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আহতদের ভিড়ে কুতের হাসপাতালের শয্যাগুলো দ্রুত পূরণ হয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

কুত শহরের শপিং মলে অগ্নিকান্ড। ছবি: সংগৃহীত
কুত শহরের শপিং মলে অগ্নিকান্ড। ছবি: সংগৃহীত

এএফপির সংবাদদাতা জানান, মাত্র পাঁচ দিন আগে এই মলের উদ্বোধন হয়। প্রাথমিক তথ্য মতে, ভবনের দোতলায় আগুনের সূত্রপাত ঘটে।

সংবাদদাতা আরও জানান, তিনি হাসপাতালে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ দেখেছেন।

ওই প্রদেশে তিন দিনের শোক ঘোষণা দিয়েছেন মিয়াহি।

তিনি জানান, স্থানীয় কর্তৃপক্ষ শপিং মল ও ভবনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। 

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

Now