খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪

খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষার্থীকে (১৪) ধর্ষণের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই শিক্ষার্থীর বাবা বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানার ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পরে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২)।
পলাতক অপর দুই আসামি হলেন—মো. সোহেল ইসলাম (২৩) ও মো. মুনির ইসলাম (২৯)।
মামলার এজাহারে বলা হয়, গত ২৭ জুন আত্মীয়ের বাড়িতে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়।
মেয়েটির পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর ভয়ে মেয়েটি প্রথমে পরিবারকে কিছু জানায়নি। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ১২ জুলাই বিষপান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর পরিবারের কাছে মেয়েটি ধর্ষণের ঘটনা জানায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, 'মেয়েটির অবস্থা এখনও গুরুতর এবং সে মানসিকভাবে বিপর্যস্ত।'
পুলিশ সুপার বলেন, 'মামলা হওয়ার পরপর আমরা ৪ আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
এদিকে, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আজ সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সমাবেশে বক্তারা ধর্ষণে অভিযুক্তরা বিএনপির পদধারী দাবি করে বলেন, 'দেশে এখন পর্যন্ত ধর্ষণের কোনো বিচার না হওয়ায় ধর্ষণের হার বেড়েছে।'
তবে আসামিরা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে দাবি করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।
তিনি বলেন, 'ধর্ষক যে দলের হোক না কেন বিচার হওয়া জরুরি। ঘটনা শোনার পরপরই আমি ওই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছি এবং পরিবারের সঙ্গে কথা বলেছি।'
Comments