‘আমাদের লক্ষ্য পার স্কোরের চেয়ে ১০-১৫ রান বেশি করা’

salman ali agha
শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টিতে পাকিস্তানি ব্যাটারদের খেলার ধরণ একটা সময় ছিলো প্রশ্নবিদ্ধ। নেতিবাচক সতর্ক ধরণে খেলার কারণে রান পাওয়ার পরও দলে জায়গা হারান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। দলটি এখন খেলছে পুরোপুরি ভিন্ন তরিকায়। সর্বশেষ সিরিজে পাওয়া গেছে সেই ছাপ। অধিনায়ক সালমান আলি আঘা জানালেন, এই চিন্তায় খেলে সম্ভাব্য পুঁজির চেয়ে সব সময় বেশি রান করার  লক্ষ্য তাদের।

গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। তাদের ব্যাটাররা প্রত্যেকেই ছিলেন আগ্রাসী। ইনিংস খেলার চেয়ে কম বলে দ্রুত রানের দিকে ঝোঁক ছিলো তাদের।

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নামার শনিবার সংবাদ সম্মেলনে সালমান বললেন নিজেদের নতুন ধরণের কথা, সেই সঙ্গে কন্ডিশন আমলে নেওয়ার কথাও জানান তিনি,  'হ্যাঁ, আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি এবং এভাবেই আমরা খেলতে চাই। কিন্তু কন্ডিশন মূল্যায়ন করা সবসময়ই খুব, খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখব কন্ডিশন কেমন এবং কীভাবে আমরা খেলতে চাই। আর যদি কন্ডিশন আমাদের সেভাবে খেলতে দেয়, আমরা খেলব। আর যদি কন্ডিশন আমাদের সেভাবে খেলতে না দেয়, আমরা কন্ডিশন যা অনুমোদন করবে সেভাবে খেলার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হলো পার স্কোরের চেয়ে ১০-১৫ রান বেশি করা। যখন আমরা পার স্কোরের চেয়ে বেশি রান করব তখন বোলিং করার সময় নিশ্চিত করব যেন আমরা প্রতিপক্ষকে পার স্কোরের নিচে আটকে রাখতে পারি।'

মিরপুরের মাঠের উইকেট একটু বোলিং সহায়ক। এরমধ্যে ঢাকায় গত ক'দিনের বৃষ্টিতে উইকেট খুব শক্ত-পোক্ত হতে পারেনি। সালমানের তা ভালোই জানা আছে। কন্ডিশনের চিন্তা তো আছেই, মাত্রই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আসা বাংলাদেশ দলকে নিয়ে বেশ সমীহ তাদের, 'এটা অবশ্যই একটি কন্ডিশন-ভিত্তিক পিচ। তাছাড়া বাংলাদেশ যেকোনো স্টেডিয়ামে, যেকোনো মাঠে, যেকোনো দেশে একটি খুব ভালো দল। আর যখন ঘরের মাঠ হয় তারা খুব, খুব ভালো দল। আমরা জানি আমাদের জন্য কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এবং আমরা সেগুলোর জন্য প্রস্তুত, আর এখানে খেলতে এসে আমরা খুব রোমাঞ্চিত।'

Comments

The Daily Star  | English

This time our fight is against corruption

From its mammoth rally in Dhaka yesterday, the Jamaat-e-Islami vowed to wage war on corruption if it gets the people’s mandate in the next general election.

46m ago