লিজেন্ডস লিগেও ভারত-পাকিস্তানের ম্যাচ হলো না

ভারত-পাকিস্তানের বৈরিতা এখন চূড়ান্ত পর্যায়ে। এর ঝাপটা লাগলো এমনকি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আসরেও। বার্মিংহামে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে আজ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ছিলো। তবে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের আপত্তির কারণে আয়োজকরা বাতিল ঘোষণা করেছেন।
ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। তার আগেই সরে যান হরভজন সিং, ইউসুফ পাঠান ও সুরেশ রায়না। এরপর ইরফান পাঠানও নিজেকে সরিয়ে নিলে ম্যাচটি করা আর সম্ভব হয়নি।
ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর কারণ হিসেবে তারা কাশ্মিরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেছেন। এই হামলার পর দুই দেশ যুদ্ধেও জড়িয়েছিলো।
আয়োজকরা এরপর একটি বিবৃতি জারি করে ম্যাচ বাতিলের ঘোষণা দেন এবং 'অনুভূতিতে আঘাত হানার' জন্য ক্ষমা প্রার্থনা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, 'পাকিস্তান হকি দল এই বছর ভারতে আসবে এমন খবর শোনার পর, এবং সাম্প্রতিক ভারত বনাম পাকিস্তান ভলিবল ম্যাচ সহ বিভিন্ন খেলায় দুই দেশের মধ্যে আরও কিছু ম্যাচ দেখার পর, আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য কিছু আনন্দময় স্মৃতি তৈরি করতে ডব্লিউসিএল-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি চালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম।'
'কিন্তু সম্ভবত এই প্রক্রিয়ায়, আমরা অনেকের অনুভূতিতে আঘাত হেনেছি এবং আবেগকে উসকে দিয়েছি।'
ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়ে দুঃখপ্রকাশ করে তারা, 'অতএব, আমরা ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। অনুভূতিতে আঘাত হানার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ক্ষমা প্রার্থনা করছি এবং আশা করি মানুষ বুঝতে পারবে যে আমরা সবসময় ভক্তদের জন্য কিছু আনন্দময় মুহূর্ত নিয়ে আসতে চেয়েছিলাম।'
ভারতের পক্ষে যুবরাজ সিং দলের অধিনায়কত্ব করছেন। দলে ধাওয়ান ছাড়াও হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা এবং বরুণ অ্যারন এর মতো তারকারা রয়েছেন।
পাকিস্তানের দলটির নেতৃত্বে আছেন মোহাম্মদ হাফিজ। দলে রয়েছেন শোয়েব মালিক, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, কামরান আকমল সহ আরও অনেক প্রাক্তন খেলোয়াড়।
এই ছয় দলের টুর্নামেন্টে (অন্যান্য চারটি দল হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ) যদি ভারত ও পাকিস্তান নকআউট পর্বে মুখোমুখি হয়, তাহলে কী ঘটবে তা দেখার বিষয়।
ডব্লিউসিএল-এর দ্বিতীয় আসর ১৮ জুলাই বার্মিংহামে শুরু হয়েছে।
Comments