‘এবার বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবেন না বলে প্রতিজ্ঞা করুন’

salman butt and shahid afridi

অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বর্জনে ক্ষুব্ধ সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। কড়া সমালোচনা করে সালমান বলেছেন, 'তাহলে বিশ্বকাপেও খেলবেন না বলে প্রতিজ্ঞা করুন'। শহিদ আফ্রিদি কেবল একজনের দিকে দায় চাপিয়ে বলেছেন, 'একটা বাজে লোক সব নষ্ট করেছে।'

রোববার বার্মিংহ্যামে ভারত ও পাকিস্তানের সাবেকদের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিলো। কিন্তু ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানান পাঁচ ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান এবং ইউসুফ পাঠান। ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমেও না খেলার ঘোষণা দেন। চিঠিও লেখেন কর্তৃপক্ষকে।

ভারতীয় দলটি এই আসরে খেলছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বে। পাকিস্তান খেলছেন মোহাম্মদ হাফিজের নেতৃত্বে। দুই দলেই সাবেক বেশ কয়েকজন তারকা ছিলেন। তাদের মুন্সিয়ানা দেখতে উৎসাহী ছিলেন সমর্থকরা।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখালেন সালমান ও আফ্রিদি। আফ্রিদির মতে একজন ছাড়া অন্য ভারতীয় ক্রিকেটারদের সমস্যা ছিলো না। এই একজনই ঝামেলা পাকান, 'আমরা এখানে (ইংল্যান্ডে) খেলতে এসেছি। ব্যক্তিগত পর্যায়ে কথা বলতে, বন্ধুত্ব, আড্ডা দিতে এসেছি। একটা বাজে লোক সব নষ্ট করে দিয়েছে।'

তার প্রশ্ন ভারত খেলতে না চাইলে কেন আগেই তা জানালো না, 'ওরা যদি খেলতেই না চায় আসার আগেই তো জানানো উচিত ছিলো। এখানে এলো, অনুশীলন করে হুট করে বলল খেলবে না।'

পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সালমান ভারতকে আহবান করেছেন তারা যেন পারলে বিশ্বকাপেও এভাবে বর্জন করে দেখাতে পারে,  'পুরো বিশ্ব তাদের নিয়ে কথা বলছে - তারা ক্রিকেট এবং ভক্তদের কাছে কী বার্তা পাঠিয়েছে? আপনারা কী দেখাতে চাইছেন? কী প্রমাণ করতে চাইছেন? এবার বিশ্বকাপে খেলবেন না... কোনো আইসিসি টুর্নামেন্টে আমাদের বিরুদ্ধে খেলবেন না। এই প্রতিশ্রুতি দিন।'

'দেখুন, আমরা বুঝি যে সবকিছুর নিজস্ব স্থান আছে। কিন্তু এখন যেহেতু আপনারা সবকিছুকে এক সঙ্গে গুলিয়ে ফেলছেন, তাই কোনো স্তরে বা টুর্নামেন্টে আমাদের বিরুদ্ধে খেলবেন না। এমনকি অলিম্পিকেও নয়। দয়া করে তাই করুন। আমি দেখতে চাইব। ঝুঁকি বেশি হবে, এবং আমি দেখব তারা সেই স্তরে কতটা জাতীয়তাবাদ দেখাতে পারে।'

রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ। তবে ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিলো স্বাভাবিক। কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ায়। সেই যুদ্ধ থামলেও বৈরিতা বাড়ছে।

সাবেকদের আসর পর্যন্ত এই তিক্ততা তৈরি হওয়ায় আগামী এশিয়া কাপ বা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা থাকছে।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago