সব শিক্ষাবোর্ডে আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা

SSC Exam Photo
ছবি: প্রবীর দাশ/স্টার ফাইল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবারের নির্ধারিত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান দুর্ঘটনার কারণে কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় মঙ্গলবারের অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

No real relief for the poor

As prices soar, poor and middle-class struggle with rising cost of living

14h ago