৪ দলের বৈঠক

রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে বললেন প্রধান উপদেষ্টা

ভিডিও থেকে নেওয়া

ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলোর কোনো মতভিন্নতা নেই বলে জানিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, 'আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা-বিভেদ, কিছুই নেই।'

'কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, রাজনীতির মাঠে, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। কিন্তু তার মানে এটা না—তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এ ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবেই ধারণা করা উচিত না যে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল আছে। এ ধারণা করা উচিত না,' বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 'একটা হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা (সরকার) যেন আরও শক্ত অবস্থান নেই। উনারা বলেছেন, এখানে আমাদের কিছুটা ঘাটতি আছে। আরেকটা বিষয় বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।'

'প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রশ্নে হোক, আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্য স্বস্তির ভাব আসবে। অনেক বেশি মানুষ খুশি হবে। মানুষ আপনাদের একসঙ্গে আছেন দেখতে চায়,' জানান তিনি।

আসিফ নজরুল বলেন, 'রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, তাদের মধ্যে ঐক্য আছে। উদাহরণ হিসেবে তারা বলেন, প্রমাণ হচ্ছে উনারা মাঠে যা-ই বলুন না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাক দেন, তখনই উনারা এসে হাজির হন। আরেকটা প্রমাণ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠকে তারা নিয়মিত যাচ্ছেন, কথা বলছেন।'

'চারটি বড় দল যে মেসেজ দিয়েছেন, রাজনৈতিক দলগুলো ঐক্য নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে ‍উনাদের মধ্যে একতা-ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা-দুশ্চিন্তা থাকার প্রয়োজন নেই। উনারা চিহ্নিত করেছে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল, ফ্যাসিস্টের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। উনারা প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

2h ago