জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্পের, শুল্ক কমে হলো ১৫%

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে 'বিশাল' বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। এর আওতায় জাপানি পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দরকষাকষির মাধ্যমে শুল্ক কমানো হলো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে ট্রাম্প এই চুক্তিকে 'এযাবৎকালের সবচেয়ে বড় চুক্তি' বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি (৫৫০ বিলিয়ন) ডলার বিনিয়োগ করবে, যার ৯০ শতাংশ মুনাফা যুক্তরাষ্ট্র পাবে। ট্রাম্পের দাবি, এর ফলে যুক্তরাষ্ট্রে 'লাখ লাখ মানুষের কর্মসংস্থান' হবে।

অন্যদিকে, আজ বুধবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, চুক্তির আওতায় জাপানি গাড়ির ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তিনি বলেন, 'আমরাই বিশ্বের প্রথম দেশ, যারা পরিমাণের শর্ত ছাড়াই গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক কমাতে পেরেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে আমরাই সবচেয়ে বড় ছাড় আদায় করতে পেরেছি, যা একটি বড় সাফল্য।'

এই ঘোষণার পরই জাপানের শেয়ারবাজারে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়তে থাকে। বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা টয়োটার শেয়ারের দাম ১২ শতাংশের বেশি বেড়ে যায়।

তবে চাল আমদানি নিয়ে ট্রাম্প ও ইশিবার বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ট্রাম্প বলেছেন, জাপান যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, ট্রাক, চালসহ অন্যান্য কৃষি পণ্য আমদানির জন্য তাদের বাজার উন্মুক্ত করতে রাজি হয়েছে। কিন্তু জাপানে চাল আমদানি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সম্প্রতি নির্বাচনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারানো ইশিবা সরকার এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার বিপক্ষে ছিল। আজও ইশিবা দাবি করেছেন, এই চুক্তিতে জাপানের কৃষি খাতের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প মিত্র ও প্রতিযোগী দেশগুলোর ওপর ঢালাওভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরও চড়া হারে শুল্ক বসানো হয়।

১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না করলে বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন ট্রাম্প। এখন পর্যন্ত জাপান ছাড়াও যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে স্টকহোমে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।

চুক্তির আওতায় ইন্দোনেশিয়ার পণ্যের উপর ১৯% শুল্ক আরোপ করা হবে। চুক্তির আগে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভিয়েতনামের বেশিরভাগ আমদানিকৃত পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ফিলিপাইনের পণ্যের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আর যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

9h ago