এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ উডকে আনতে চায় বিসিবি

julian wood
২০২৩ সালে বিপিএলে কাজ করেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর বেশ কিছুদিন বিরতি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অগাস্টে ভারত সফর বাতিল হয়ে যাওয়ায় এই সময়ে অন্য কোন সিরিজও ঠিক হয়নি। তবে সময়টা অন্যভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আগামী মাসে একটি ব্যাপক প্রশিক্ষণ শিবির আয়োজনের পরিকল্পনা করছে তারা। যেখানে ক্রিকেটারদের পাওয়ার-হিটিং দক্ষতা বাড়ানোর জন্য কাজ করতে পারেন জুলিয়ান উড।

আগস্টে ভারতের বিপক্ষে নির্ধারিত ঘরের মাঠে সাদা বলের সিরিজটি স্থগিত হয়ে আগামী বছরের জন্য পিছিয়ে যাওয়ায়, টাইগাররা তাদের ঠাসা আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে একটি বিরল বিরতি পেয়েছে।

সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এশিয়া কাপ। সম্ভাব্য ভেন্যু শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সামনের বিশ্বকাপ লক্ষ্য রেখে এই মহাদেশীয় আসরেই নিজেদের শক্তির জানান দিতে চায় বাংলাদেশ।

এপ্রিল মাস থেকে বাংলাদেশ অনবরত ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে গেছে আলাদা দুটি সাদা বলের সিরিজ খেলার জন্য। জুনে তারা শ্রীলঙ্কা সফর করেছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সহ একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে, এবং সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে ঘরের মাঠে।

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, তারা এখনও এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছেন। তবে, সেই চেষ্টার দল যাই হোক না কেন, একটি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে একজন পাওয়ার-হিটিং কোচ এবং একজন মনোবিদ থাকবেন।

ফাহিম গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের খেলোয়াড়রা প্রায়শই সঠিক ক্যাম্প করার সুযোগ পায় না। বিরতি পেয়ে একটি ক্যাম্পের মাধ্যমে প্রস্তুতি নেওয়া –জাতীয় দলের খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে এমন সুযোগ পেয়েছেন।'

তিনি জানান, খেলোয়াড়রা ১০ দিনের ছুটি পাবেন, এরপর তিন সপ্তাহের একটি ক্যাম্প হবে। ক্যাম্পের কিছু অংশ ঢাকায় অনুষ্ঠিত হবে, বাকিটা সিলেট বা চট্টগ্রামে হতে পারে।

ফাহিম আরও বলেন, 'আমরা অন্যান্য বোর্ডের সঙ্গে একটি সম্ভাব্য সিরিজ নিয়ে আলোচনা করছি। যদি তা না হয়, তবে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলব।'

ফাহিম নিশ্চিত করেছেনতারা পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড এবং ক্রীড়া মনস্তত্ত্ববিদ ডেভিড স্কটের সঙ্গে আলোচনা করছেন।

২০২৩ সালে জুলিয়ান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ ছিলেন, এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কা ক্রিকেটের  সঙ্গে তিনি ১০ দিনের একটি কর্মসূচিতে কাজ করবেন। স্কট এর আগে বিসিবির বিভিন্ন কর্মসূচিতে কাজ করেছেন, যার সর্বশেষটি ছিল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এবং অনূর্ধ্ব-১৯ দলে।

ফাহিম বলেন, 'আমরা তার [জুলিয়ান] সঙ্গে আলোচনা করছি। যদি চূড়ান্ত হয়, আমরা তাকে নিয়ে আসব। তিনি [স্কট] আগেও আমাদের সঙ্গে কাজ করেছেন। তাকে একটি নতুন চুক্তি দেওয়া হবে এবং নিয়মিত দলের সঙ্গে কাজ করবেন।'

এদিকে, ফাহিম আগামী মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে কিছু জাতীয় খেলোয়াড়ের অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেননি। বাংলাদেশ 'এ' দল ১৪ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১১ দলের এই ইভেন্টে অংশ নেবে, 'নির্বাচকরা হয়তো এটি বিবেচনা করছেন। প্রিমিয়ার খেলোয়াড়দের বাদ দিয়ে, আরও কয়েকজন সুযোগ পেতে পারেন।'

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago