নাইক্ষ্যংছড়ির সীমান্তে থেমে থেমে গুলির শব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপাড়ে মিয়ানমার অংশে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপজেলার চাকঢালা, ঘুমধুম, দৌছড়িসহ আশেপাশের এলাকার বাসিন্দারা।
তারা জানান, সীমান্তের ৪৪-৪৬ ও ৪৮-৪৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে গুলির তীব্র শব্দ পাওয়া যাচ্ছে।
আজ শনিবার বিকেল পর্যন্ত সীমান্ত এলাকা গুলির শব্দে কেঁপে ওঠে।
চাকঢালা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম, শফিউল আলম ও আবদুর রহমান বলেন, 'এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে এখানকার মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, 'মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের বিষয়টি আমরা জানি। শনিবার সকাল ১১টার দিকে একটি গুলির খোসা বাংলাদেশ সীমান্তের ভেতরে এসে পড়েছে। এতে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে।'
তিনি আরও জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।
তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
Comments