যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'উইমেন ইন ডিপ্লোমেসি' পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে মেক্সিকো দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবিদা ইসলামের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত নারী কূটনীতিকদের বিশেষ ফোরাম 'উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট' এই পুরস্কার প্রদান করে। 'উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্কের' বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেস ব্লাঙ্কো অরতিজ মেনা।

বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন, সেটি হচ্ছে—'চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি'। আবিদা ইসলাম তার কূটনীতি ও কাজের মাধ্যমে নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তার কাজে সেটি প্রতিফলিত হওয়ায় এই সম্মাননা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকার সময় এবং যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আবিদা ইসলাম বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটিতে জেন্ডার সমতার বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় ৫০ জন নারী কূটনীতিক যোগ দেন। কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নেটওয়ার্ক গড়ে তোলার জন্য 'উইমেন ইন ডিপলোমেসি নেটওয়ার্ক' গঠন করা হয়। আবিদা ইসলাম ১৯৯৫ সালের নভেম্বরে ১৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচ থেকে বাংলাদেশ পররাষ্ট্র সেবায় যোগদান করেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

21h ago