বিশ্বকাপের প্রস্তুতির জন্য নভেম্বর-ডিসেম্বরে লঙ্কা প্রিমিয়ার লিগ

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ভিন্ন সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টটি।

এক বিবৃতিতে শুক্রবার এসএলসি নিশ্চিত করেছে এলপিএলের সূচি। আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ছয় বছরের মধ্যে চতুর্থবারের মতো বছরের শেষদিকে হবে এলপিএল। সবশেষ দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল জুলাই-আগস্টে।

সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ভাবনা মাথায় রেখে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ২০ ওভারের ক্রিকেটের বৈশ্বিক আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

২০২০ সালে যাত্রা শুরুর পর গত পাঁচটি আসরে অংশ নিয়েছিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। তারা হলো কলম্বো, ডাম্বুলা, গল, জাফনা ও ক্যান্ডি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সামনের আসরে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি যোগ করার কথা ভাবছেন আয়োজকরা।

এবারের এলপিএলের ম্যাচগুলো হবে তিনটি ভেন্যুতে। সেগুলো হলো কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলা।

এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডোডানওয়েলা বলেছেন, 'গত আসরের উইকেট নিয়ে আমরা বেশ খুশি ছিলাম, বিশেষ করে ডাম্বুলা ও ক্যান্ডিতে। টুর্নামেন্টের ওই ধাপগুলোতে আমরা প্রচুর রান এবং বেশ কিছু সেঞ্চুরি দেখেছি। শুধু কলম্বোতেই ব্যাটিং করা একটু কঠিন ছিল।'

Comments