‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে পেলেন ৫৫ কেজি আলু!

গোল করে ক্লাবের জয়ে অবদান রাখলেন। কিন্তু ম্যাচসেরার পুরস্কার হিসেবে সেই ফুটবলারের হাতে ধরিয়ে দেওয়া হলো ট্রফি নয়, মেডেল নয়— বরং এক হুইলব্যারো (এক ধরনের ঠেলাগাড়ি) ভর্তি ৫৫ কেজি আলু! এমন মজার একটি ঘটনা ঘটেছে ডেনমার্কের ফুটবল লিগে।
গত রোববার ড্যানিশ সুপারলিগার ম্যাচে সন্ডারিউস্কে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারায় নর্ডসজেল্যান্ডকে। স্বাগতিকদের পক্ষে প্রথম গোলটি করেন ফরাসি ডিফেন্ডার ম্যাক্সিম সৌলাস। খেলা শেষে তাকে ঘোষণা করা হয় ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু সবাইকে চমকে দিয়ে পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একগাদা আলু।
মঙ্গলবার ২৬ বছর বয়সী সৌলাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। আর ওরা কিছু দান করেছে স্থানীয় স্যুপ কিচেনে (এমন একটি জায়গা যেখানে ক্ষুধার্ত ও গৃহহীন মানুষদের বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়)।'
ক্রীড়া ইতিহাসে এটি একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা। সম্ভবত এই প্রথমবারের মতো 'ম্যান অব দ্য ম্যাচ' হওয়া খেলোয়াড় নিজেই রাতের খাবারে নিজের পুরস্কার খেয়ে ফেলতে পেরেছেন!
'পুরস্কার কী হবে তা নির্ধারণ করে থাকে ম্যাচের স্পন্সরই। সে (সৌলাস) বিষয়টিকে নিছক মজা হিসেবে নিয়েছে। আর এখন দেখুন, গল্পটা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে,' বলেছেন সন্ডারিউস্কের ক্লাবে যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাকব রাভন।
সৌলাস ২০২০ সালে ডেনমার্কে পাড়ি জমান। তখন ড্যানিশ প্রথম বিভাগের ক্লাব অ্যামাগারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এরপর ২০২১ সাল থেকে সন্ডারিউস্কের প্রতিনিধিত্ব করছেন দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়েঁ শহরে জন্ম নেওয়া এই ফুটবলার। এর আগে তিনি খেলেছেন ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের হয়ে।
Comments