ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাপের কামড়ে কালাম মাতুব্বর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালামের বাড়ি উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চর দুয়াইর গ্রামে।
পরিবারের সূত্র জানায়, গতকাল বিকেল ৩টার দিকে বাড়ির পাশের পুকুরে পাট জাগ দিতে গেলে কালামের সাপ কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ঝাড়ফুঁক দিয়ে ওঝা জানায়, বিষ নেমে গেছে। এরপরও সুস্থ বোধ না করায় সন্ধ্যায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হক হাওলাদার বলেন, 'গতকাল সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে কালামকে তার শ্বশুর বাড়ি নেওয়া হয়েছিল। আজ সকালে কালাম আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। সকাল ১১টার দিকে পথে তার মৃত্যু হয়।'
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তানসিব জুবায়ের দাবি, 'এই রোগীকে হাসপাতালে আনার পর চিকিৎসক অ্যান্টি ভেনম দিতে চেয়েছিলেন। কিন্তু রোগীর স্বজনরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে ছাড়পত্র নেন।'
Comments