গাজীপুরে পুলিশের সামনেই সাংবাদিককে বেধড়ক পিটুনি, গ্রেপ্তার ১

ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই বেধড়ক মারধর করলেও তা প্রতিরোধে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সৌরভ (৩৫) বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। তবে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, সৌরভকে অন্তত সাত-আটজন যুবক ঘিরে ধরে মারধর করছেন। এক পর্যায়ে তার মুখ ও মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। থেঁতলে দেওয়া হয় তার পা। এরপর টেনেহিঁচড়ে কিছু দূর নিয়ে যাওয়ার পর আবারও তাকে মারধর করা হয়। রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন সৌরভ।

ভিডিওতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশ পরবর্তীতে সৌরভকে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় সৌরভের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেন, সাহাপাড়া এলাকায় ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার ছেলে হামলার শিকার হয়েছেন।

আনোয়ারা আরও অভিযোগ করেছেন, হামলাকারীরা তার ছেলে কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।'

পুলিশের সামনেই সংবাদিকের ওপর হামলা হলো, অথচ প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'সেখানে একজন পুলিশ ছিল। আমি ভিডিওটি এখনো দেখিনি। দেখে ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English

Haunted by scars, still waiting for justice

Survivors of enforced disappearances broke down yesterday as they recalled the torture, humiliation, and threats they endured in secret detention centres.

11h ago