টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমানের আবুধাবি ফ্লাইট

টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় বিমানের আবুধাবিগামী ফ্লাইটকে উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকা ফিরে আসতে হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমান সূত্র জানায়, আবুধাবিগামী ফ্লাইট বিজি-৩২৭ উড়োজাহাজটি রাত ১২টা ২৩ মিনিটে শাহজালাল থেকে উড্ডয়ন করে।
মাঝ আকাশে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ একসঙ্গে বিকল হয়ে যায়। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে পাইলট ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।
পরে তিন ঘণ্টার বেশি সময় পর ভোর ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পাঠানো হয়।
তবে, বিজি-৩৮৮ উড়োজাহাজটির আজ শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককে যাওয়ার কথা থাকলেও, সেটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।
বিমান সূত্র জানিয়েছে, ব্যাংককের ফ্লাইটটি আজ বিকেল সাড়ে ৫টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা।
এর আগে, গত ৬ আগস্ট, ব্যাংককগামী বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ধরা পড়ার পর উড্ডয়নের এক ঘণ্টা পর সেটি ঢাকায় ফিরে আসে।
Comments