ডোপ টেস্টে নিয়ম ভেঙে ফ্লিক নিষিদ্ধ, ইয়ামাল-লেভানদভস্কির জরিমানা

Barca’s Yamal, Lewandowski and Flick

গত মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের সময় এবং পরে আচরণের জন্য বার্সেলোনার দুই খেলোয়াড় লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানদভস্কিকে জরিমানা করা হয়েছে। একই কারণে কোচ হ্যান্সি ফ্লিককে করা হয়েছে এক ম্যাচ জন্য নিষিদ্ধ।

উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি এই রায় দিয়েছে। উয়েফার ডোপিং বিরোধী নিয়ম অনুযায়ী ম্যাচের পর ডোপিং কন্ট্রোল অফিসারের নির্দেশনা না মানা এবং দ্রুত ডোপিং কন্ট্রোল স্টেশনে রিপোর্ট না করার জন্য লেভানদভস্কি ও ইয়ামালকে ৫,০০০ ইউরো করে জরিমানা করা হয়েছে।

ফ্লিককে 'আচরণের সাধারণ নীতি লঙ্ঘন' এবং 'শালীন আচরণের মৌলিক নিয়ম ভঙ্গ' করায় দায়ে শাস্তি দেওয়া হয়েছে। তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ২০,০০০ ইউরো জরিমানাও করা হয়েছে। তার সহকারী কোচ মার্কাস সর্গকেও একই শাস্তি দেওয়া হয়েছে।

বার্সেলোনা ক্লাবকেও তাদের সমর্থকদের খারাপ আচরণের জন্য জরিমানা করা হয়েছে। গ্যালারি থেকে বস্তু ছোঁড়ার জন্য উয়েফা ৫,২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য ২,৫০০ ইউরো জরিমানা করেছে।

ইন্টার মিলানের বিপক্ষে ওই ম্যাচটি অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হেরেছিল বার্সেলোনা, যার ফলে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে।

জরিমানা ও নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং বার্সেলোনার পরবর্তী ইউরোপীয় ম্যাচে এর প্রভাব পড়বে। ফ্লিক এবং সর্গ দলের সঙ্গে ডাগআউটে থাকতে পারবেন না।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago