রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সির ভার সামলাতে পারবেন এন্দ্রিক?

Endrick
স্কেচ: এআই

রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সিটি কেবল নেহায়েত কোনো সংখ্যা নয়- এটি বরং এক দায়িত্ব, এক ঐতিহ্য ধরে রাখার চ্যালেঞ্জ আবার কখনো কখনো অভিশাপও বটে। আপাতত এই জার্সির মালিক ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এন্দ্রিক।

লুকা মদ্রিচ ক্লাব ছেড়ে দেওয়ায় নতুন মৌসুমে কিলিয়ান এমবাপে পরতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি। তাতে ৯ নম্বর জার্সি হয়ে যায় ফাঁকা। জল্পনা ছিলো কে পাবেন ঐতিহ্যবাহী ৯ নম্বর? শেষ পর্যন্ত  ১৯ বছর বয়সী এই খেলোয়াড় কিলিয়ান এমবাপের থেকে এই জার্সিটি পেয়েছেন।

এমবাপের আগেও এই জার্সিটি ক্লাবের কিছু সেরা খেলোয়াড়ের দখলে ছিল, যাদের মধ্যে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী এবং সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা আছেন। বেনজেমা গত এক দশকের বেশিরভাগ সময় ধরে এই জার্সি পরেছেন এবং ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করে ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৯ নম্বর পরেই।

এন্দ্রিককে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর পদাঙ্কও অনুসরণ করতে হবে। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে লস ব্লাঙ্কোসের হয়ে তিনিই শেষ ব্রাজিলিয়ান হিসেবে ৯ নম্বর জার্সি পরেছিলেন, যা এই তরুণের কাঁধে আরও চাপ বাড়িয়ে দিয়েছে।

রিয়াল মাদ্রিদ তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এন্দ্রিককে তাদের নতুন ৯ নম্বর হিসেবে ঘোষণা করেছে। ফলে নিশ্চিত হওয়া গেছে ধারে অন্য কোন ক্লাবে নয়, রিয়ালেই থাকছেন ব্রাজিলিয়ান তরুণ।  নতুন কোচ জাবি আলোনসো এন্দ্রিককে আরও বেশি সুযোগ দিতে যাচ্ছেন বলেই এতে মিলেছে আভাস।

২০২২ সালের ডিসেম্বরে মাত্র ১৬ বছর বয়সে পালমেইরাস থেকে এন্দ্রিককে দলে নেয় রিয়াল। গত বছর তাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। প্রথম মৌসুমে তিনি ৩৭টি ম্যাচে ৮৪৭ মিনিট খেলে সাত গোল করেছেন  এন্দ্রিক - যার মধ্যে পাঁচটি ছিল কোপা দেল রে-র ছয় ম্যাচে -- পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল।

তবে স্ট্রাইকারের ভূমিকার জন্য তীব্র প্রতিযোগিতা আছে এন্দ্রিকের সামনে। রিয়াল মাদ্রিদ গঞ্জালো গার্সিয়ার সঙ্গেও পাঁচ বছরের চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে। শেষ ফিফা ক্লাব বিশ্বকাপে ছয় ম্যাচে চারটি গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

এন্দ্রিক ৯ নম্বর পরায় গার্সিয়া এন্দ্রিকের পুরনো ১৬ নম্বর জার্সি নিয়েছেন, তিনিও প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য কঠোর চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, এন্দ্রিক কি রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সির জন্য প্রয়োজনীয় গোল, ধারাবাহিকতা এবং উপস্থিতি নিশ্চিত করতে পারবেন?

এটি এমন এক জার্সি, যা সম্মান ও চাপ দুটোই নিয়ে আসে। কিংবদন্তিদের ছায়া এবং তীব্র প্রতিযোগিতার মাঝে ব্রাজিলিয়ান এই তরুণের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে পারে এবার।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

1h ago