এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ, আরও যত সিদ্ধান্ত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির সংস্করণের টুর্নামেন্টে ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তাই আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসরে ঢাকা মেট্রোই অংশগ্রহণ করবে।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পরিচালকদের সভা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে সভায় যুক্ত ছিলেন। দীর্ঘ ছয়ঘণ্টাব্যাপী সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি নির্মাণ করে দেবে বোর্ড।
তাছাড়া, অ্যালেক্স মার্শালকে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টনি হেমিং এবার পেয়েছেন টার্ফ ব্যবস্থাপনার প্রধান হিসেবে দুই বছরের দায়িত্ব। গত বছর চুক্তির মাঝপথে বিসিবির চাকরি ছেড়ে দিয়েছিলেন এই কিউরেটর।
জুলিয়ান উডকে স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনোবিদ ডেভিড স্কটের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে বিসিবি।
তবে পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করা সম্ভব হয়নি এই সভায়।
'বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য মোট পাঁচটি আগ্রহী প্রতিষ্ঠান আবেদন করেছে। আমরা দুই থেকে তিন দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব,' সভা শেষে গণমাধ্যমকে বলেন বিসিবি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের চেয়ারেরম্যান ইফতেখার রহমান মিঠু।
এছাড়া, বিপিএলে আর্থিক বকেয়া থাকার পেছনে দায়ীদের ব্যাপারে পুনঃমূল্যায়ন করা ও আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পরবর্তী বিপিএলে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
Comments