নিকলী হাওরে নেমে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে ডুবে বনান্ত ইসলাম (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার ছাতিচর ইউনিয়নের করচবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনান্ত বগুড়ার কান্দার বাজার এলাকার মো. আশরাফুলের ছেলে। তিনি বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বনান্ত কয়েকজনকে নিয়ে বগুড়া থেকে কিশোরগঞ্জের পাগলা মসজিদে এসেছিলেন। সেখান থেকে দুপুরে আট-নয়জন বন্ধু মিলে তারা নিকলী হাওরে আসেন। করচবন এলাকায় হাওরে গোসল করতে নেমে বনান্ত পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ আরও জানায়, বনান্ত সাঁতার জানতেন না।
তার সফরসঙ্গী ও প্রতিবেশী মিনার হোসেন বলেন, আমরা সবাই একই এলাকার। বনান্ত তার বাবা-মার সঙ্গে কথা বলে আট-নয়জন মিলে নিকলীতে ঘুরতে গিয়েছিল।
বনান্তের বন্ধু মো. সিয়াম বলেন, 'হাওরের পানিতে বনান্ত হঠাৎ পানির গভীরে তলিয়ে যায়। বাঁচার জন্য হাত নাড়তে থাকে, কিন্তু আমরাও ভালোমতো সাতাঁর না জানায় তাকে বাঁচাতে পারিনি।'
'আমাদের চিৎকারে স্থানীয় নৌকার মাঝিরা পানিতে নেমে বনান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন সিয়াম।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, 'যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
Comments