সিলসের তোপের পর রাদারফোর্ড-চেজের ব্যাটে পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Sherfane Rutherford

বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানকে নাগালের ভেতর আটকে রাখতে বড় ভূমিকা নেন পেসার জেডন সিলস। রান তাড়ায় জ্বলে উঠেন শেরফাইন রাদারফোর্ড, রোস্টন চেজ। তাতে দারুণ জয়ে সিরিজে ফিরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। 

রোববার ত্রিনাদাদে কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে নির্ধারিত ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। সিলস ২৩ রানে নেন ৩ উইকেট। ৩৩.২ ওভারে ওই রান টপকে জিতে যায় ক্যারিবিয়ান দল। রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ ও চেজ ৪৭ বলে করেন ৪৯ রান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে এলো ১-১ সমতা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ জুতসই করেছিল পাকিস্তান। দুই ওপেনার ইমাম-উল-হক এবং আব্দুল্লাহ শফিক মিলে প্রথম  উইকেটে ৩৭ রান আনেন। সাইম ২৩ করে ফিরতে কোন রান না করেই আউট হন বাবর আজম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান থিতু হতে পারেননি। হোসেইন তালাল ৩২ বলে ৩১ ও হাসান নাওয়াজ ৩০ বলে ৩৬ ছাড়া আর কেউ বলার মতন রান করেননি। ফলে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে পারেনি সফরকারীরা।

জবাবে খেলতে নেমে ১২ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা, ৪৮ রানে পড়ে ৩ উইকেট। অধিনায়ক শেই হোপ অবশ্য সামাল দিয়ে দেন এই চাপ। তার ৩৫ বলে ৩২ রানের পর রাদারফোর্ড-চেজ মিলে দলে নিয়ে যান জেতার কাছে। পরে জাস্টিন গ্রেইভস নেমে ৩১ বলে অপরাজিত ২৬ রান করে দলকে সহজেই জিতিয়ে মাঠ ছাড়েন।

Comments

The Daily Star  | English

‘No vote’ option: EC proposes amendments to RPO

Commission moves to expand law enforcement role in proposed RPO amendments

29m ago