ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবার খারাপ খবর পেল বাংলাদেশ

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

গত মে মাসে প্রায় দুই দশক পর প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিলো বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইতে একটি ওয়ানডে জিতে আবার উত্তরণ হয়েছিলো এক ধাপ। এবার না খেলেই ফের দশে নেমে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

মূলত দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ের চারে থাকা পাকিস্তানকে হারিয়ে দিলে তাদের এক ধাপ উত্তরণ হয়, যার দলে বাংলাদেশ নেমে যায় দশে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও অবনমন হয়েছে এক ধাপ, তাদের পাঁচে ঠেলে শ্রীলঙ্কা উঠে গেছে চারে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিলো ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় নিয়ে ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৭৮। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরেও যায় তবু একই অবস্থান বহাল থাকবে।

১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পাঁচে ও ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের শীর্ষ দল ভারত, দুইয়ে আছে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া। 

২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য এই র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ের সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ছয় দল ঠিক হবে বাছাইপর্বের ভিত্তিতে।

Comments

The Daily Star  | English

‘No vote’ option: EC proposes amendments to RPO

Commission moves to expand law enforcement role in proposed RPO amendments

11m ago