নাবিলার প্রথম ওয়েব সিরিজ ‘আকা’ আসছে হইচইতে

Nabila
মাসুমা রহমান নাবিলা; ছবি: শাহরিয়ার কবির হিমেল

ওটিটি দর্শকদের জন্য নতুন ধাঁচের থ্রিলার 'আকা' আসছে আগামী সেপ্টেম্বর মাসে। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

এই থ্রিলারের মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব সিরিজের জগতে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী নাবিলা। তার সঙ্গে আরও থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রায় ৩ বছর পর ওটিটি প্ল্যাটফর্মে আসছেন নিশো।

নাবিলা-নিশোর 'আকা' আসছে ওটিটি প্লাটফর্ম হইচইতে।

মাসুমা রহমান নাবিলা। ফাইল ছবি: সংগৃহীত
মাসুমা রহমান নাবিলা। ফাইল ছবি: সংগৃহীত

নাবিলা বলেন, 'আমার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করব, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে পছন্দ করবেন।'

নির্মাতা ভিকি জাহেদ বলেন, 'নিশো ভাইয়ের সঙ্গে এর আগেও আমি অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসঙ্গে কাজ করছি। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।'

ইতোমধ্যে বড় পর্দায় দুইটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আফরান নিশো।

আফরান নিশো। ছবি: সংগৃহীত

এবার প্রায় তিন বছর পর কোনো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেন জনপ্রিয় এই অভিনেতা।

সর্বশেষ নাবিলাকে দেখা গিয়েছিল শাকিব খানের বিপরীতে রায়হান রাফী নির্মিত 'তুফান' সিনেমায়।

Comments

The Daily Star  | English

'Interim govt ready to hand over power to elected representatives'

Chief Adviser Yunus says while addressing a views-exchange meeting with Bangladeshi expats in Kuala Lumpur

3h ago