শরীয়তপুরে সহকর্মীর ছুরির আঘাতে যুবক নিহত

শরীয়তপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সহকর্মীর ছুরির আঘাতে রবিউল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

হামলার পর সোহাগ মোল্লাকে (৩২) উপস্থিত অন্যান্য ব্যক্তিরা পুলিশের হাতে তুলে দেন।

আজ মঙ্গলবার দিবাগত রাতে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিউল ও সোহাগ উপজেলার কাচিকাটা ইউনিয়নের মুন্সী বাজারে একটি মিষ্টির দোকানের কর্মচারী। দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়, এক পর্যায়ে সোহাগ রবিউলকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, তাদের থামাতে গিয়ে মনসুর সরদার নামে আরেক ব্যক্তি ছুরির আঘাতে আহত হয়েছেন।

সূত্র জানিয়েছে, বিল্লাল দেওয়ান নামে এক ব্যক্তির মালিকানাধীন মিম সুইটস শুরুর সময় থেকে সেখানে কাজ করে আসছিলেন রবিউল। সোহাগ দেড় মাস আগে চাকরি নেন।

সৌম্য জানান, রবিউল কাচিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত কাশেম মিয়ার ছেলে। সোহাগ একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।

'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন,' বলেন তিনি।

Comments