পাবনায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন—সজিবুল ইসলাম (২৫) ও মোস্তাকিন হোসেন (৩০)।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বেড়া পৌরসভার দক্ষিণপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

সেপটিক ট্যাংকে নেমে রবিউল ইসলাম (২৬) ও সম্রাট শেখ (২৫) নামে আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাহমিনা সুলতানা নীলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাস রুদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

‎বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, নিহত সজিবুলের বাবার নাম আবুল কালাম ও মোস্তাকিন একই এলাকার আব্দুল গফুরের ছেলে। তাদের দুজনের বাড়ি পৌর সদরের হাতিগাড়া এলাকায়। আহত সম্রাট হাতিগাড়া এলাকার আকরাম শেখের ছেলে এবং রবিউল বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

'দক্ষিণপাড়ার একটি বাড়িতে ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই হয়েছিল। তারা আজ বাঁশ-তক্তা খুলতে ওই ট্যাংকে ঢুকে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,' বলেন অলিউর রহমান।

Comments

The Daily Star  | English

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

2h ago