উন্নত চিকিৎসার জন্য অচেতন করার সময় নাইক্ষ্যংছড়ির সেই হাতির আক্রমণে আহত ৩

উন্নত চিকিৎসার জন্য অচেতন করার চেষ্টা চলাকালে বন্য হাতির আক্রমণে তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জঙ্গলে তারা আহত হন।
আহতরা হলেন—দুলাহাজারা সাফারি পার্কের পশু চিকিৎসক জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের পশু চিকিৎসক মোস্তাফিজুর রহমান ও সেভ দ্য নেচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সদস্যসচিব আতিকুর রহমান।
বর্তমানে তারা তিনজন রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তবর্তী গুইট্টাইল্লা ঝিরি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে বন্য হাতিটির সামনের ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্তক্ষরণ ও পানি স্বল্পতায় হাতিটি দুর্বল হয়ে পড়ে।
সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান মো. মঈনুল হোসেন রিয়াদ দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার তাদের দল সোনাইছড়ি বটতলার কাছে দুর্গম পাহাড়ি জঙ্গলে হাতিটিকে খুঁজে পায়।
তিনি আরও বলেন, 'গতকাল আমরা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেছিলাম। ভীত হয়ে হাতিটি পরে সোনাইছড়ি থেকে রামুর তুয়াইংকাটা এলাকায় চলে যায়।'
Comments