চট্টগ্রামে ড্রেন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাজিরহাট এলাকায় নির্মাণাধীন একটি ড্রেন থেকে মোহাম্মদ হারুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। বিকেলে হারুনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, হারুন সহকারী এক্সকাভেটর অপারেটর ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে খনন কাজের সময় একটি এক্সকাভেটর ড্রেন পড়ে যায়। অপারেটর ও হারুন দুজনই খালে পড়ে গিয়েছিলেন, তবে অপারেটর সাঁতরে উঠে আসতে সক্ষম হন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, 'কাজিরহাট বাজারের পাশে সেনাবাহিনী একটি ড্রেন নির্মাণ করছে। অপারেটরের অসাবধানতায় এক্সকাভেটরটি ড্রেনে পড়ে যায়।'
Comments