ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে চুক্তি হয়নি: ট্রাম্প

সংবাদ সম্মেলনে পুতিন ও ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর জানান, মস্কোর সঙ্গে ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি। যদিও তিনি বৈঠকটিকে 'অত্যন্ত ফলপ্রসূ' আখ্যায়িত করেছেন।

শুক্রবারের বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন গণমাধ্যমকে সাংবাদিকদের জানান, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। কিন্তু, বিষয়গুলো নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি, এমনকি কোনো প্রশ্নও নেননি।

ট্রাম্প বলেন, 'অনেক অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি সমঝোতায় পৌঁছানো যায়নি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে।'

তিনি আরও বলেন, 'চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নয়।'

সংক্ষিপ্ত বক্তব্যে পুতিন বলেন, তিনি আশা করেন যে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার ফলাফল গঠনমূলকভাবে গ্রহণ করবে এবং এই আলোচনায় 'অর্জিত অগ্রগতি ব্যাহত করার' চেষ্টা করবে না।

তিনি বলেন, 'আমি আশা করি আজকের সমঝোতাগুলো শুধু ইউক্রেন সমস্যার সমাধানেই নয়, বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা করবে।'

 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

2h ago