পাথর বিতর্কের মধ্যে সিলেটে ডিসি বদল

মোহাম্মদ শের মাহবুব মুরাদ (বামে) ও সারোয়ার আলম (ডানে)। ছবি: সংগৃহীত

সিলেটের সাদা পথর লুটের ঘটনাকে কেন্দ্র করে যখন স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে, ঠিক তখনই সিলেট জেলা প্রশাসনের শীর্ষ অফিসার ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ'কে সরিয়ে সেখানে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সারোয়ার আলমকে। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সিলেটের আলোচিত পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুট হওয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায়ে বিরক্তি রয়েছে। ডিসিকে সরানো তারই ফল হওয়ার সম্ভাবনা বেশি।

নাম প্রকাশন না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ডিসি হিসেবে মাঠে থাকা ২৪ ব্যাচের ২১ যুগ্মসচিবকে প্রত্যাহার করার চিন্তা করছে সরকার। সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ২৭ ব্যাচের অফিসার হওয়ায় বিশেষ কারণ ছাড়া তাকে প্রত্যাহার করার কথা না।

আরেক কর্মকর্তা বলেন, 'যতটুকু মনে হচ্ছে পাথর ইস্যুতে সঠিক ভূমিকা পালন না করতে পারার জন্যই হয়তো এই বদলি করা হয়েছে। এতে মনে হচ্ছে স্থানীয় প্রশাসনের আরও দায়িত্বশীল পদে বদল আসতে পারে।'
 

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

1h ago