কাউকে সুবিধা দিতে সময় বাড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান ডাকসু নির্বাচন কমিশনের

সাংবাদিকদের সঙ্গে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতে বাড়ানো হয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

তফসিল অনুযায়ী, গতকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহ ও আজ মঙ্গলবার জমা দেওয়ার শেষ তারিখ ছিল। 

কিন্তু গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি সংবাদ সম্মেলন করে একটি হলে মনোনয়নপত্র তুলতে গিয়ে সংগঠনের কর্মীদের হেনস্তা হওয়ার অভিযোগ জানিয়ে সময়সীমা বাড়ানোর দাবি জানায়।

পরে রাতে এক নোটিশে ডাকসু নির্বাচন কমিশন জানায়, সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বুধবার বিকেলের মধ্যে জমা দিতে হবে।

এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা যায় এবং রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদ সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ আনে।

পরে আজ মঙ্গলবার দুপুরে অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সময় বাড়াইনি। আপনারা দেখেছেন গতকাল কতজন শিক্ষার্থী এসেছিল মনোনয়নপত্র তুলতে। ডাকসু নির্বাচনে অংশ নেওয়া তাদের অধিকার।'

'আমরা মাত্র একদিন সময় বাড়িয়েছি যেন তারা সেই অধিকার পুরোপুরি প্রয়োগ করতে পারে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'যেহেতু কমিশনের ক্ষমতা আছে তফসিল ঠিক রেখে এর ভেতরে ১-২ দিন আমরা এদিক সেদিক করতে পারি শিক্ষার্থীদের সুবিধার্থে। কেউ যেন বলতে না পারে যে, এতদিন পর একটা নির্বাচন হচ্ছে, আমি মনোয়নপত্র নিতে পারলাম না।'

'আমি আবার বলছি ছাত্রদল অথবা অন্য কোনো দল কোনো ইস্যু না। আমাদের কোনোভাবে জানার সুযোগ নেই যে কে কোন দল করে। আমরা একদিন বাড়িয়েছি, কিন্তু মূল তারিখের কোনো ক্ষতি আমরা করব না। অর্থাৎ যথাযথ তারিখেই ইলেকশন হবে,' যোগ করেন অধ্যাপক জসিম।

 

Comments