এশিয়া কাপের স্কোয়াড দিল ভারত, ফিরলেন গিল ও বুমরাহ

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার শুবমান গিল ও পেসার জসপ্রিত বুমরাহ। তাদেরকে নিয়ে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড সাজিয়েছে ভারত। তবে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটার যশস্বী জয়সোয়াল ও মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। বরাবরের মতো দলটিকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।
অক্ষর প্যাটেলের পরিবর্তে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্কোয়াডে ফেরা গিল। তিনি জাতীয় দলের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে। বুমরাহ ফিরেছেন আরও বেশি সময়ের ব্যবধানে। তিনি শেষবার এই সংস্করণে খেলেছিলেন গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে দক্ষিণ আফ্রিকাকে রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
ওপেনার হিসেবে নেওয়া হয়েছে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে। মিডল ও লোয়ার অর্ডারে সূর্যকুমারের সঙ্গে আছেন তিলক ভার্মা, রিঙ্কু সিং ও জিতেশ শর্মাকে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে।
বিশেষজ্ঞ পেসার হিসেবে বুমরাহর পাশাপাশি রয়েছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার স্পিনার কুলদীপ যাদব ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। জয়সোয়ালের সঙ্গে রিজার্ভ তালিকায় আছেন প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। 'এ' গ্রুপে ভারতের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, স্বাগতিক আরব আমিরাত ও ওমান।
এশিয়া কাপের ভারত স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্শিত রানা ও রিঙ্কু সিং।
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সোয়াল।
Comments