ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

আলী ওই এলাকার নূর আলীর ছেলে। সে মুন্সীগঞ্জের পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ডুবুরি দল ঘটনাস্থলের কাছে নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আলী তার দুই বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। প্রবল স্রোতে সে তলিয়ে যায়।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

8h ago